IQNA

সুইজারল্যান্ডে মুসলমানদের কবরের উপর হামলা

14:46 - October 17, 2017
সংবাদ: 2604088
আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের লাউসনের পুলিশ জানিয়েছে, ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের কবরস্থানের ২২ কবর ধ্বংস করেছে।
সুইজারল্যান্ডে মুসলমানদের কবরের উপর হামলাবার্তা সংস্থা ইকনা: গত সপ্তাহে অজ্ঞাত পরিচয়ের এক ইসলাম বিদ্বেষী ব্যক্তি মুসলমানদের করবস্থানের প্রবেশ করে কবরস্থানের ফুলগাছ ও কবরের কাঠের বোর্ড (যার উপর মৃত ব্যক্তির নাম ও জন্ম এবং মৃত্যুর তারিখ লেখা থাকে) ভেঙ্গে মাটির সাথে মিলিয়ে দিয়েছে এবং স্প্রে দিয়ে ইসলাম বিদ্বেষী উক্তি লিখেছে।

সুইজারল্যান্ডের ATS সংবাদ চ্যানেলে এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে। কবরস্থানে হামলা করে ইসলাম বিদ্বেষী ব্যক্তি লিখেছে: সুইজারল্যান্ড থেকে মুসলমানদের চলে যাওয়া উচিত এবং কমিউনিস্টদের জন্য কবরস্থান নিষিদ্ধ।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে: এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে লাউসেন সম্প্রদায় মামলা দায়ের করবে।

পুলিশে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে: যাদের কবর ধ্বংস করা হয়েছে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হবে এবং অতি শীঘ্রই এসকল কবর ঠিক করা হবে।

লাউসেনে মুসলমানদের কবরস্থানটি ২০১৬ সালে নির্মাণ করা হয়। এরপূর্বেও ইসলাম বিদ্বেষীরা এই কবরস্থানে হামলা চালিয়েছে।

iqna


captcha