IQNA

মেইন ইউনিভার্সিটিতে নামাজখানা উদ্বোধন

14:52 - October 18, 2017
সংবাদ: 2604096
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলে মেইন ইউনিভার্সিটির মুসলিম শিক্ষার্থীদের জন্য একটি নামাজখানা উদ্বোধন হতে যাচ্ছে।
মেইন ইউনিভার্সিটিতে নামাজখানা উদ্বোধন
বার্তা সংস্থা ইকনা: নামাজখানার সাথে একটি ওযুখানাও নির্মাণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য একলক্ষ ডলার বরাদ্দ করা হয়েছে।
মেইন ইউনিভার্সিটির মুসলিম ছাত্র সমিতির সভাপতি 'মোনা আদেন' বলেন: অনেক শিক্ষার্থী নিজেদের ধর্মীয় আমল আদায়ের জন্য এধরণের পবিত্র স্থান নির্মাণের আহ্বান জানিয়েছেন। এই ইউনিভার্সিটির অনেক শিক্ষার্থীরাই অভিবাসী। বলা যেতে পরে কোন কোন ক্লাসের অর্ধেকের বেশী শিক্ষার্থীই অভিবাসী।
অক্টোবর মাসের শেষ কিম্বা নভেম্বর মাসের শুরু থেকে এই নামাজখানার কাজ শুরু করা হবে।
মেইন ইউনিভার্সিটি ১৮৬৫ সালে নির্মান করা হয়েছে। বর্তমানে মেইন রাজ্যের সর্ববৃহৎ ইউনিভার্সিটি এটি। বিশ্বের বিভিন্ন দেশের ১২ হাজারের অধিক শিক্ষার্থী এই ইউনিভার্সিটিতে অধ্যয়নরত রয়েছেন।
Iqna



captcha