IQNA

মিয়ানমারের সেনাবাহিনীর কমান্ডারের বিচারের দাবিতে জাতিসংঘ

16:16 - August 27, 2018
সংবাদ: 2606564
আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা সংখ্যালঘুদের গণহত্যার অভিযোগে মিয়ানমার সামরিক কমান্ডারের বিচারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

 মিয়ানমারের সেনাবাহিনীর কমান্ডারের বিচারের দাবিতে জাতিসংঘ

বার্তা সংস্থা ইকনা: মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার ব্যাপারে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের চূড়ান্ত প্রতিবেদন আজ (২৭শে আগস্ট) প্রকাশ পেয়েছে।

আন্তর্জাতিক গবেষকগণ এই প্রতিবেদনটি প্রস্তুত করেছেন। এই প্রতিবেদেনে উল্লেখ করা হয়েছে: মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার লক্ষ্যে হত্যা করেছে এবং নারীদের ধর্ষণ করেছে।

আন্তর্জাতিক গবেষকগণ এই প্রতিবেদন মিয়ানমার সেনা কমান্ডার সহ এই ভয়ংকর অপরাধ কর্মের পরিকল্পনা করার জন্য পাচ জন আর্মি সেনাপাতির উপযুক্ত বিচারের জন্য আহ্বান জানিয়েছেন।

এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মিয়ানমারের আর্মিবাহিনী সেদেশের রাখাইন, কাচিন ও শান প্রদেশের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের প্রতি অমানবিক অত্যাচার ও গনহত্যা চালিয়েছে। আর এই অপরাধমূলক কর্মের বিরোধীতা এবং রোহিঙ্গাদের সমর্থন করতে ব্যর্থ হয়েছে সুচির নেতৃত্বাধীন সেদেশের সরকার।

উল্লেখ্য, গত বছরের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা অভিযানের নামে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। সে সময়ও মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানকে জাতিসংঘ 'জাতিগত নিধনযজ্ঞ' বলে অভিহিত করে বলেছিল, এটি মানবতাবিরোধী অপরাধ।

রাখাইনে সেনা অভিযান শুরুর পর থেকে ৭ লাখের বেশি রোহিঙ্গা মুসলমান প্রাণ বাঁচাতে রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে। পালিয়ে আসা রোহিঙ্গাদের অভিযোগ, রাখাইনে সেনাবাহিনী রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা ও ধর্ষণ করছে এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে।

iqna

 

captcha