IQNA

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য সহযোগিতা চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নিকট ট্রাম্পের আহ্বান

18:43 - December 03, 2018
সংবাদ: 2607430
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য সহযোগিতা চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা চেয়ে ইমরানকে লেখা চিঠিতে ট্রাম্প বলেছেন, যুদ্ধে উভয় দেশই ক্ষতির শিকার হয়েছে। একইসঙ্গে তিনি পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেন।

ট্রাম্প দাবি করেছেন, আলোচনার মাধ্যমে আফগান যুদ্ধের অবসান ঘটানোকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। আফগান সরকারের সঙ্গে তালেবানকে আলোচনায় বসাতে পাকিস্তানের সহযোগিতা চান তিনি।

ট্রাম্পের এই চিঠিকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সঙ্গে দেশটির দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। ট্রাম্প পাকিস্তানকে অর্থ সহায়তা বন্ধ করে দেওয়ারও ঘোষণা দেন।

iqna

captcha