ইকনা- প্রকৃতির প্রতিটি পাতায়, প্রতিটি শাখায়, প্রতিটি অণুজীবের গঠনে লুকিয়ে আছে মহান স্রষ্টার কুদরতের অম্লান দৃষ্টান্ত। মানুষ যখন গভীরভাবে চোখ মেলে তাকায়, তখন অবাক বিস্ময়ে তার হৃদয় কেঁপে ওঠে। এমনই এক বিস্ময়কর নিদর্শন হলো কাঠঠোকরার জিহ্বা। উল্লেখ্য, কারো কারো মতে এই কাঠঠোকরা পাখিগুলোই হলো সোলাইমান (আ.)-এর হুদহুদ পাখির প্রজাতির একটি শাখা।
14:53 , 2025 Sep 17