ইকনা- জেরুজালেম-বিষয়ক বিশিষ্ট ফিলিস্তিনি গবেষক জিয়াদ বুহাইস সতর্ক করে বলেছেন, ইসরায়েল আল-আকসা মসজিদকে ধ্বংস করে সেখানে কথিত “সোলায়মান মন্দির” স্থাপনের লক্ষ্যে তিন ধাপে ইহুদিকরণের পরিকল্পনা বাস্তবায়ন করছে। বর্তমানে তারা সেই পরিকল্পনার তৃতীয় ধাপ — অর্থাৎ মন্দির নির্মাণের বাস্তবভিত্তিক পর্যায়ে পৌঁছে গেছে।
12:00 , 2025 Oct 30